২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্যারিয়ারের প্রধান প্রতিপক্ষ যেন ইনজুরি। মাঠে নামার সঙ্গে সঙ্গে আবারও ইনজুরিতে পড়া, ২০২২ কাতার বিশ্বকাপের পর তিনি কতটি ম্যাচ খেলেছেন তা মনে করাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন কি তিনি? ইনজুরিমুক্ত থাকবেন কি? কিংবা আবারও কি বিশ্বকাপ মিস করবেন?
সাক্ষাৎকারে স্ত্রী ব্রুনা বিয়ানকার্ডির প্রশ্নের জবাবে নেইমার বলেন,‘আমার ফুটবলের প্রতি ভালোবাসাই আমাকে খেলা চালিয়ে যেতে প্রেরণা দেয়। প্রতিদিন অনুশীলনের ইচ্ছা, মাঠে নামার আকাঙ্ক্ষা আমাকে এগিয়ে নিয়ে যায়। ফুটবলের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। যখন আর নিজের মতো পারফর্ম করতে পারব না, তখনই থামব।’
নেইমার প্রায়ই তার লাইফস্টাইল নিয়ে সমালোচনার মুখে পড়েন। এ বিষয়ে তিনি বলেন,‘আমি অন্যদের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না। যারা আমাদের জীবন সম্পর্কে কিছুই জানে না, তাদের সমালোচনার জবাব দেওয়া কঠিন। যারা আমাকে চেনে না, তারা শুধু ফুটবল নয় অন্য বিষয়েও কথা বলে। এটা আমার জন্য দুঃখজনক।’
নেইমার বলেন,‘একদিন আমার ক্যারিয়ার শেষ হবে। ইতিহাসে আমার নাম থাকবে। সময়ের সঙ্গে নতুন প্রজন্ম আসবে,যাবে। যারা আমাকে চেনে, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
নেইমার তার ক্যারিয়ারে বার্সেলোনা, পিএসজি ও আল হিলালের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন। ২০১১ সালে সান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেস জয়ী এই ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে ইনজুরির কারণে তার ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২০২৩ সালে এসিএল ও মেনিসকাস ইনজুরি উল্লেখযোগ্য। সান্তোসকে নিয়ে নেইমার বলেন,‘সান্তোস আমার বাড়ি, আমার শিকড়, আমার ইতিহাস। এখানে আমি সত্যিকারের সুখি। এখানেই আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।’
২০২৬ বিশ্বকাপে নিজের খেলা নিয়ে মুখ খুলেছেন নেইমার। তিনি ২০২৬ বিশ্বকাপকে তার ‘শেষ নাচ’ হিসেবে উল্লেখ করে বলেন,‘আমি পুরোপুরি নিজেকে উৎসর্গ করব।’