লেজেন্ডস ক্রিকেটে পাকিস্তানকে বয়কট ভারতের, এশিয়া কাপের ম্যাচ নিয়ে বাড়ছে চাপ

সাবেকদের ক্রিকেটে আরও একবার পাকিস্তানের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাতেই ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। আর সেই চাপ ছুঁয়েছে এশিয়া কাপে। ভারতের ওপর রাজনীতিবিদ আর সাবেক ক্রিকেটারদের বিরোধিতার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অপারেশন সিঁদুর চলাকালীন কেন পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে হবে সে প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি। তার সঙ্গে যোগ দিয়েছে শিবসেনাও।
লেজেন্ডেস ক্রিকেটে না খেললে মূল দল কেন খেলবে পাকিস্তানের বিপক্ষে? যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে। বিসিসিআইয়ের সঙ্গে ভারত সরকারের ওপরও।
বুধবার (৩০ জুলাই) লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, অপারেশন সিঁদুর বন্ধ হয়ে যায়নি। মোদির বক্তব্যকে পুঁজি করে পাল্টা প্রশ্ন তুলেছেন শিবসেনা নেত্রী ও রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদি।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মনোজ তিওয়ারিও মোদি সরকারের সমালোচনায় মুখর। পকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্কের বিরোধী তৃণমূল কংগ্রেসের এ নেতা।
ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছে অপারেশন সিঁদুর এখনও চলছে। তাহলে কিভাবে আমরা পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে পারি, আমি এর বিপক্ষে।
চলতি সপ্তাহে ভারত-পাকিস্তান ম্যাচের পক্ষে বলেছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে মনোভাব কিছুটা পরিবর্তন করেছেন সাবেক অধিনায়ক। বিতর্ক এড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সরকারের দিকে ঠেলে দিয়েছেন সৌরভ।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই সরকারের ওপর নির্ভর করে। যদি সরকার অনুমতি দেয় তাহলে অবশ্যই ম্যাচ হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য স্রোতের বিপরিতে। এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বয়কটের সুযোগ নেই বলে জানিয়েছে বিসিসিআই সূত্র।