এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাড়ছে উত্তেজনা

২৫ জুলাই ২০২৫ - ১৩:১৬ অপরাহ্ণ
 0
এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাড়ছে উত্তেজনা

চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে আবারও একই গ্রুপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান— এমন সম্ভাবনার কথা উঠে এসেছে ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে। দল দুটির মুখোমুখি হওয়া শুধু গ্রুপ পর্বেই নয়, সম্ভাবনা রয়েছে সুপার সিক্স ও ফাইনাল পর্বেও দেখা হওয়ার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় এই টুর্নামেন্ট ঘিরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ভারত-পাকিস্তান দ্বৈরথ।
যদিও রাজনৈতিক উত্তেজনার কারণে এই দুই দেশের অংশগ্রহণ নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে, এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি আশাবাদ ব্যক্ত করেছেন শিগগিরই সব জটিলতা কেটে যাবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটিন, ও ইন্ডিয়া টুডে জানিয়েছে— এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে, যেখানে ভারত তার সব ম্যাচ দুবাইয়ে খেলবে। যদিও এখনো চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি, তবে বিসিসিআই ও এসিসির শীর্ষ নেতাদের মধ্যে আগামী কয়েকদিনেই এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সূত্র মতে, এশিয়া কাপের সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে শিগগিরই আলোচনা করবেন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা এবং এসিসি প্রধান মহসিন নাকভি। সম্ভাব্য শুরুর তারিখ হিসেবে ৭ সেপ্টেম্বর বিবেচনায় রাখা হচ্ছে।

গণমাধ্যমগুলো জানায়, চলতি আসরে ভারত-পাকিস্তান প্রথমবার মুখোমুখি হবে গ্রুপ পর্বে, দ্বিতীয়বার সুপার সিক্স রাউন্ডে, এবং উভয় দল ফাইনালে উঠলে তৃতীয়বারের মতো মহারণ দেখা যেতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে।প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে খানিকটা অবনতি ঘটে। তবে ক্রিকেটবিশ্বের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ আবারও এশিয়া কাপে বাস্তবায়িত হলে, অনেকের মতে তা দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক বার্তা দিতে পারে