দুর্দান্ত ফর্মে ডি ভিলিয়ার্স, ৪১ বলে সেঞ্চুরি তুলে নিলেন লেস্টারে

২৫ জুলাই ২০২৫ - ০৯:৩৭ পূর্বাহ্ণ
 0
দুর্দান্ত ফর্মে ডি ভিলিয়ার্স, ৪১ বলে সেঞ্চুরি তুলে নিলেন লেস্টারে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহু আগেই, তবে ব্যাট হাতে এবি ডি ভিলিয়ার্স যেন এখনও আগের মতোই দুর্দান্ত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ মাত্র ৪১ বলে সেঞ্চুরি তুলে নিয়ে আবারও প্রমাণ করলেন, কেন তাকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বলা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) লেস্টারে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলতে নামে ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের হয়ে তিনি খেলেন এক বিধ্বংসী ইনিংস, ৫১ বলে ১১৬ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৭টি ছক্কা

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। দলের পক্ষে

  • ফিল মাস্টার্ড ৩৩ বলে করেন ৩৯ রান

  • সামিট প্যাটেল করেন ২৪ রান (১৬ বলে)

  • ইয়ন মর্গান ১৪ বলে করেন ২০ রান

দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়েন পার্নেল ও ইমরান তাহির নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। ১০ উইকেট হাতে রেখেই মাত্র ১২.২ ওভারেই জয় নিশ্চিত করে তারা।

  • হাশিম আমলা ২৫ বলে অপরাজিত ২৯ রান করেন (৪টি চার)।

  • অন্যদিকে, ডি ভিলিয়ার্স একাই ম্যাচ শেষ করে আসেন ১১৬ রানে অপরাজিত থেকে।

তার এই ব্যতিক্রমী ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

ম্যাচশেষে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স অধিনায়ক বলেন,

“আমি লেস্টারের কন্ডিশনে দারুণভাবে বল দেখতে পাচ্ছিলাম। প্রতিটি বল খেলতে চেয়েছি ইতিবাচক ও আগ্রাসী মেজাজে। এটা ছিল আমার জন্য উপভোগ্য এক ইনিংস।