স্কুল চলাকালে ছাদ ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকে শিক্ষক-শিক্ষার্থীরা

২৫ জুলাই ২০২৫ - ০৯:২৩ পূর্বাহ্ণ
 0
স্কুল চলাকালে ছাদ ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকে শিক্ষক-শিক্ষার্থীরা

ভারতের রাজস্থানে শ্রেণিকক্ষ চলার সময় একটি সরকারি স্কুল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় চারজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আটকে আছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজস্থানের ঝালাওয়াড় জেলার মনোহর থানা এলাকার পিপলোড়ি সরকারি বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ ভবনের একতলার ছাদ ভেঙে পড়ে।

দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে যোগ দেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে এখন পর্যন্ত চারজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালাওয়াড়ের পুলিশ সুপার অমিত কুমার, যিনি সংবাদসংস্থা পিটিআই-কে এ তথ্য দিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় বিদ্যালয় চত্বরে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। হঠাৎ করে ছাদ ধসে পড়ায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন।

ঘটনার খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দ্রুত উদ্ধারকাজ চালিয়ে যেতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।