জামায়াত এখন দেশ পরিচালনার সক্ষমতা রাখে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল পরিচালনার মতোই দেশ পরিচালনার ক্ষমতাও এখন জামায়াতের রয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন,
“জামায়াত ইসলামী জনগণের অধিকার ও মানবতার কল্যাণে রাজনীতি করে। এই দলে কোনো বেগমপাড়া বা পিসিপাড়া সংস্কৃতি নেই। আমাদের নেতৃত্ব নীতিনিষ্ঠ ও জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও দাবি করেন, গত ৫৪ বছরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের কোনো নাগরিকের সঙ্গে অবিচার করা হয়নি। দলটি সব সময় ইসলাম, ন্যায়বিচার ও দেশপ্রেমিক শক্তির সমন্বয়ে রাজনীতি করেছে এবং আগামীতেও সেই পথেই চলবে।
জামায়াত আমির বলেন,
“গত ১৫ বছরে আমরা যে বিচারের নামে প্রহসন দেখেছি, তার অবসান চাই। দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক ও জনমুখী রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে—জামায়াত সে ব্যবস্থাই প্রতিষ্ঠা করতে চায়।”
সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে শফিকুর রহমান নতুন প্রজন্মের কাছে জামায়াতের অবস্থান ও উদ্দেশ্য তুলে ধরেন এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সকল ইসলামপন্থী ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।