বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘ মানবাধিকার মিশন

১৮ জুলাই ২০২৫ - ১২:৫০ অপরাহ্ণ
 0
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘ মানবাধিকার মিশন

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। তিন বছরের একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই চুক্তির ফলে বাংলাদেশ এখন সেই ১৬টি দেশের তালিকায় যুক্ত হলো, যেখানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেটসহ একটি কান্ট্রি অফিস পরিচালনা করে। এই তালিকায় বর্তমানে রয়েছে বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গিনি, গুয়াতেমালা, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া প্রভৃতি দেশ।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, এ ধরনের অফিসের প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে সরাসরি সহযোগিতার মাধ্যমে মানবাধিকার পরিস্থিতির পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সংরক্ষণ এবং উন্নয়ন নিশ্চিত করা।

এই উদ্যোগের আওতায় সরকারের পাশাপাশি বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও অন্যান্য অংশীজনদের সঙ্গে নিয়মিত সংলাপ ও কারিগরি সহায়তা প্রদান করা হবে, যাতে সার্বিক মানবাধিকার পরিস্থিতির টেকসই উন্নয়ন সম্ভব হয়।