ইরাকে সম্ভাব্য হামলার হুমকি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে ইসরায়েল

১৮ জুলাই ২০২৫ - ১০:৪০ পূর্বাহ্ণ
 0
ইরাকে সম্ভাব্য হামলার হুমকি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে ইসরায়েল। ইতোমধ্যেই সিরিয়ায় একাধিক হামলার পর এবার ইরাকেও আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব—এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

সম্প্রতি সংক্ষিপ্ত এক সফরে ইরাকে যান জেনারেল কানি। সেখানে তিনি ইরাকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ, নিরাপত্তা কর্মকর্তা এবং তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সতর্ক করে জানান, ইসরায়েল ইরাকের অভ্যন্তরে হামলার ছক কষছে এবং সম্ভাব্য হামলায় দেশটির কৌশলগত স্থাপনা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ হতে পারেন প্রধান লক্ষ্য।

ইরানি গোয়েন্দা সূত্রের দাবি, ইসরায়েল এমন এক সময় ইরাককে টার্গেট করতে পারে, যখন তেল আবিব মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য জোরদার করতে চাইছে। এর আগে সিরিয়া ও লেবাননের ভূখণ্ডে একাধিকবার হামলা চালিয়ে আন্তর্জাতিক মহলের নজরে আসে ইসরায়েল।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েল ইরানে হামলার জন্য ইরাকের আকাশসীমা অনুমতি ছাড়া ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছে বাগদাদ সরকার।

এই প্রেক্ষাপটে আশঙ্কা করা হচ্ছে, ইসরায়েলের একতরফা সামরিক তৎপরতা কেবল ইরাক নয়—সম্পূর্ণ অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।