আজকের শিশুটি আগামি দিনের ভবিষ্যৎ
মোশাররফ করিমের সঙ্গে থাকা ছেলেটি এখন জনপ্রিয় অভিনেতা

আজকাল প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সাধারণ মানুষ কিংবা শোবিজ তারকা― অধিকাংশই সক্রিয় অনলাইন প্ল্যাটফর্মে। আর নেটিজেনরাও তাদের প্রিয় তারকাদের খোঁজ রাখেন।
প্রিয় তারকার ছোটবেলা কেমন ছিল, কোথায় পড়ালেখা করেছেন, কীভাবে শোবিজে অভিষেক, প্রেম-ভালোবাসা এবং জীবনসংগ্রামের গল্পও জানতে চান তারা।
এদিকে তারকারাও তাদের ক্যারিয়ারসহ জীবনের বিভিন্ন বিষয় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার ব্যান্ড পার্টির একটি ছবিতে দেশের
ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের দেখা মিলল। ছবিতে তিনি একা নন, সঙ্গে এক ছোট শিশুও রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ ছবিটিতে মোশাররফ করিমের সঙ্গে যে ছেলেকে দেখা গেছে,তিনি এখন শোবিজের আলোচিত অভিনেতা।
চলতি বছরের গত ১২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি। পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে। আর জানুয়ারির শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। তার স্ত্রীর বাড়ি রাজধানীর পুরান ঢাকায়।
এছাড়া গত বছরের এপ্রিলেই তার অভিনীত একটি নাটক ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। রাফাত মজুমদার রিংকু পরিচালিত ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি
ওই সময় তোপের মুখে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে সরিয়েও নেয়া হয়। পরে অবশ্য এ নিয়ে কথা বলেছিলেন নির্মাতা ও অভিনেতা।
হ্যাঁ, এবার হয়তো চিনতে পেরেছেন তাকে। তিনি ছোটপর্দার আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোভান। ২০১১ সালে শোবিজে ডেবিউ হয় তার।
প্রায় একযুগ ধরে কাজ করছেন। ছোটপর্দায় দুর্দান্ত কাজের পাশাপাশি সিনেমা ও ওয়েব কনটেন্ট নিয়েও কাজ করছেন এ অভিনেতা।