মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

১২ জুলাই ২০২৫ - ১০:২৬ পূর্বাহ্ণ
 0
মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

ইউরোপা লিগে প্রথমবারের মতো অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেও শেষপর্যন্ত সেই স্বপ্ন পূরণ হচ্ছে না ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের। মালিকানাসংক্রান্ত জটিলতার কারণে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ক্লাবটিকে এবারের আসর থেকে বাদ দিয়েছে।

বিষয়টি সম্প্রতি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস। উয়েফার সিদ্ধান্ত অনুযায়ী, ইউরোপা লিগ থেকে সরিয়ে ক্রিস্টাল প্যালেসকে পাঠানো হয়েছে তৃতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপিয়ান কনফারেন্স লিগে।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে মালিকানা নিয়ে দ্বন্দ্ব। মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর বর্তমানে ক্রিস্টাল প্যালেস ছাড়াও ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব লিওঁ-এর মালিকানাতেও অংশীদার। উয়েফার মাল্টি-ক্লাব মালিকানা নীতিমালা অনুযায়ী, একই ব্যক্তির মালিকানাধীন একাধিক ক্লাব এক মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারে না।

তবে জন টেক্সটর দাবি করেন, তিনি আর প্যালেসের নিয়ন্ত্রণকারী মালিক নন এবং ক্লাবের শেয়ার বিক্রি করে দিয়েছেন নিউ ইয়র্ক জেটসের মালিক উডি জনসনের কাছে। কিন্তু উয়েফা সেই দাবি গ্রহণ করেনি। ফলে লিগ ওয়ানে ছয় নম্বরে থাকা লিওঁকে ইউরোপা লিগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্রিস্টাল প্যালেসের জন্য এটি হতো তাদের ইউরোপীয় প্রতিযোগিতায় অভিষেক মৌসুম। ক্লাবটি সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS)-এ আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস। তবে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ইউরোপা লিগে ফেরার সম্ভাবনা অনিশ্চিত।

এদিকে গুঞ্জন উঠেছে, প্যালেসের পরিবর্তে নটিংহ্যাম ফরেস্ট ইউরোপা লিগে খেলার সুযোগ পেতে পারে। তবে এখনো এ বিষয়ে উয়েফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।