বড়পুকুরিয়া কয়লা খনিতে চাপা পড়ে চীনা শ্রমিকের মৃত্যু

৯ জুলাই ২০২৫ - ০৮:১৪ পূর্বাহ্ণ
 0
বড়পুকুরিয়া কয়লা খনিতে চাপা পড়ে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় মিস্টার ওয়াং (৩০) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৬টায় কয়লা খনির ভূ-গর্ভের নিচে ওই দুর্ঘটনা ঘটে। 

এর আগে একই দিনে মাইনিংয়ের কাজে ব্যবহৃত একটি অবিস্ফোরিত ডেটোনেটর বিস্ফোরণে ইলিয়াস হোসেন (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়। 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে খনির ১৩০৫ নম্বর ফেইস থেকে যন্ত্রাংশ অপসারণের পর নতুন ফেইসে নেয়ার সময় হাইড্রোলিক দুর্ঘটনার শিকার হন ওই চীনা শ্রমিক। এসময় তিনি মাইনিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্রাংশের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টায় খনির ভূগর্ভে ১৩০৫ নং ফেইসের ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বের করার সময় ওয়াং স্টিল রোপের সঙ্গে আটকে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এখন চাইনিজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মৃতদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, খনির মাইনিংয়ের কাজে ব্যবহৃত একটি অবিস্ফোরিত ডেটোনেটর বিস্ফোরণের ঘটনায় ইলিয়াস হোসেন নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খনির ইয়ার্ড থেকে পরিত্যক্ত একটি ডেটোনেটর বাড়িতে এনে এতে থাকা দুই তারের সঙ্গে মুঠোফোনের ব্যাটারীর সংযোগ দেন। এর কিছুক্ষণের মধ্যে তা বিস্ফোরিত হলে ইলিয়াছের ডান হাতের তিনটি আঙ্গুল উড়ে যায়। আহত ইলিয়াছকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসক জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। ইলিয়াছ কয়লাখনি সংলগ্ন চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে‌। শিশুটির চিকিৎসার সার্বিক সহযোগিতা করা হবে।