কনটেন্ট তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ সিসিইউতে কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন
সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক, বাস্তব ও অবাস্তব বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে পরিচিতি লাভ করেছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আল-আমিন (৪০) নামের এক যুবক। এবার সেই কনটেন্ট তৈরি করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই যুবক এখন মৃত্যুশয্যায়।
এ ব্যাপারে আল-আমিনের সহকারীরা জানিয়েছেন, তার শরীরের ৩৫-৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে শুরুতে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
এদিকে আল-আমিনের আগুন পোহানো ও তাতে দগ্ধ হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য পানিতে ঝাঁপ দেন আল-আমিন। কিন্তু তাতেও রক্ষা হয়নি তার।
কনটেন্টের ধারা ভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, আল-আমিন বর্তমানে বারডেম হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা।