আইপিএলের ব্র্যান্ড মূল্য ৪৬ হাজার কোটি টাকা, শীর্ষে কোন দল?

৯ জুলাই ২০২৫ - ০৮:০৭ পূর্বাহ্ণ
 0
আইপিএলের ব্র্যান্ড মূল্য ৪৬ হাজার কোটি টাকা, শীর্ষে কোন দল?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগগুলোর একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেবল মাঠেই নয়, ব্যবসায়িক মূল্যায়নেও ছুঁয়ে যাচ্ছে নতুন উচ্চতা। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি ইনকরপোরেটেডের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, আইপিএলের সামগ্রিক ব্যবসায়িক মূল্য গত বছরের তুলনায় ১২.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকার হিসেবে প্রায় ২ লাখ ১৮ হাজার ৩০০ কোটি টাকা।

এ ছাড়াও ব্র্যান্ড হিসেবে আইপিএলের মূল্য  ১৩.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৯ বিলিয়ন ডলারে, যা প্রায় ৪৬ হাজার ৮০০ কোটি টাকার সমান। 

ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে শীর্ষে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু
ব্র্যান্ড মূল্যের দিক থেকে আইপিএলে সবচেয়ে এগিয়ে আছে চলতি আসরের শিরোপাজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দলটির ব্র্যান্ড মূল্য ২২৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ মিলিয়ন ডলার, যা টাকার হিসাবে প্রায় ৩ হাজার ২৭৯ কোটি টাকা।

দ্বিতীয় অবস্থানে আছে মুম্বাই ইন্ডিয়ানস, তাদের মূল্য ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ২৪২ মিলিয়ন ডলার (প্রায় ২,৯৫০ কোটি টাকা)। এক সময় শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস নেমে গেছে তিন নম্বরে। যদিও তাদের ব্র্যান্ড মূল্যও বেড়ে ২৩৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে (প্রায় ২,৮৬৪ কোটি টাকা)।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ, যথাক্রমে ২২২ ও ১৫৪ মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্যে। এরপর রয়েছে দিল্লি ক্যাপিটালস (১৫২ মিলিয়ন ডলার), রাজস্থান রয়্যালস (১৪৬ মিলিয়ন ডলার) এবং মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া গুজরাট টাইটানস (১৪২ মিলিয়ন ডলার)।

প্রবৃদ্ধিতে শীর্ষে পাঞ্জাব কিংস
তালিকার নবমে থাকা পাঞ্জাব কিংস অবশ্য অন্য দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধির হারে দলটি সবার শীর্ষে—৩৯.৬ শতাংশ বৃদ্ধি হয়ে তাদের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলারে (প্রায় ১,৭১৮ কোটি টাকা)। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে সাম্প্রতিক পারফরম্যান্সেই এসেছে এই সাফল্য। এমনটাই ধারণা করা হচ্ছে।

ব্র্যান্ড মূল্য তালিকার সবচেয়ে নিচে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যাদের মূল্য ১২২ মিলিয়ন ডলার (প্রায় ১,৪৮৭ কোটি টাকা), তারাও প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে (৩৪%)।

হুলিহান লোকির বিশ্লেষণ
হুলিহান লোকির ফাইন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের পরিচালক হর্ষ বলেন,‘আইপিএল ক্রীড়া ব্যবসায় প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্য দ্রুত বাড়ছে, মিডিয়া স্বত্বে রেকর্ড গড়ছে এবং ব্র্যান্ড পার্টনারশিপ বিস্তৃত হচ্ছে বিভিন্ন খাতে।’ এমন গতি ও বিশ্বব্যাপী আগ্রহের কারণে আইপিএলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে যাচ্ছে, সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা।