বার্ড ফ্লুর নতুন স্ট্রেইনে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যুর পর উদ্বেগ বাড়লো

১ ডিসেম্বর ২০২৫ - ০৫:০৬ পূর্বাহ্ণ
 0
বার্ড ফ্লুর নতুন স্ট্রেইনে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যুর পর উদ্বেগ বাড়লো

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিরল বার্ড ফ্লু স্ট্রেইন এইচ-ফাইভ-এন-ফাইভ (H5N5)–এ একজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি বৈশ্বিক জনস্বাস্থ্য নজরদারিতে এটি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তি বয়স্ক এবং তিনি দীর্ঘদিন ধরে কয়েকটি আন্ডারলাইনিং স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। নভেম্বরের শুরুতে উচ্চ জ্বর, শ্বাসকষ্ট ও বিভ্রান্তি-সহ ফ্লুর মতো উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরীক্ষায় রোগীর শরীরে এইচ-ফাইভ-এন-ফাইভ সাবটাইপ শনাক্ত হয়। পরে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এটি নিশ্চিত করে। এটি বিশ্বের ইতিহাসে প্রথম নিশ্চিত মানব এইচ-ফাইভ-এন-ফাইভ সংক্রমণ। সাম্প্রতিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, এইচ-ফাইভ-এন-ফাইভ–এর মতো বার্ড ফ্লু ভাইরাস মানবদেহে জ্বরের কারণে তাপমাত্রা বেড়ে গেলেও টিকে থাকতে এবং বংশবিস্তার করতে সক্ষম। সাধারণ মানব ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেখানে জ্বরের তাপমাত্রায় দুর্বল হয়ে পড়ে, সেখানে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো অনেক বেশি সহনশীল।

গবেষকদের মতে, ভাইরাসের একটি বিশেষ ‘টেম্পারেচার-সেনসিটিভ জিন ভ্যারিয়েন্ট’ এ সক্ষমতা প্রদান করছে। প্রাণী মডেলের পরীক্ষায় দেখা গেছে, এই তাপ-সহনশীলতা ভাইরাসকে ফুসফুস বা নিম্ন শ্বাসতন্ত্রে আরও মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে, যেখানে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা জ্বরের মতোই থাকে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই মৃত্যুর ঘটনা সত্ত্বেও সাধারণ জনগণের ঝুঁকি এখনো কম। মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগে থাকা ব্যক্তি, পরিবার সদস্য এবং তার পাখির খামারের সঙ্গে যুক্ত সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অ্যাভিয়ান ফ্লু ভাইরাস সময়ের সঙ্গে বিবর্তিত ও অভিযোজিত হতে পারে। তাই বন্যপাখি, গৃহপালিত পাখি ও ব্যাকইয়ার্ড পোলট্রির নিয়মিত নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।