১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলায় আসামি ১১৬৮ পুলিশ সদস্য

৪ আগস্ট ২০২৫ - ০৮:৩৬ পূর্বাহ্ণ
 0
১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলায় আসামি ১১৬৮ পুলিশ সদস্য

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। আওয়ামী সরকার পতন ও পরবর্তী ১১ মাসে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্য। এরমধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : কর্তৃতত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয় এ তথ্য। এ সময় টিআইবি আরও জানায়, কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কার্যকরী জবাবদিহির অগ্রগতি না থাকা সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি দেখা গেছে।

এদিন টিআইবি ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ছাত্র ও জনতার ওপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে দেশজুড়ে মামলা হয়েছে। দায়েরকৃত মামলা ১ হাজার ৬০২টি (হত্যা মামলা ৬৩৮টি)। বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য আনুমানিক গ্রেপ্তার হয়েছেন ৮৭ জন। ৭০ শতাংশ মামলার তদন্তের অগ্রগতি সন্তোষজনক। আর ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে।

টিআইবির এ ফেলো বলেন, এক বছরে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৪২৯টি অভিযোগ ও ২৭টি মামলা। শেখ হাসিনাসহ ২০৬ আসামির মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করার আগেই বিচারকার্য শুরু হয়েছে। তবে ট্রাইব্যুনালের বিচারকাজে ধীরগতি রয়েছে। জুলাই-আগস্ট গণহত্যায় সংশ্লিষ্টদের বিচারকার্য চলমান রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত, বিচার শুরু হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট, ২০২৪ ইং) সারাদেশে দায়েরকৃত প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

এদিন গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক  ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমানসহ আরও অনেকে।