৭১’র মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভুলেনি, তেমনি ২৪’র বীর শহিদদেরও ভুলবে না: তারেক রহমান

ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে শহিদদের নামে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি আলোচনা সভা ও শহিদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, নতুন বাংলাদেশ তৈরির সুযোগ নষ্ট করা যাবে না। ৭১-এর মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভুলেনি, তেমনি ২০২৪ সালের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী বীর শহিদদেরও জাতি ভুলবে না।
তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠন করে শহিদদের ঋণ পরিশোধের এখনই সময়। সেই সঙ্গে তিনি অযথা বিতর্কে জড়িত না হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।