ওবায়দুল কাদেরের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি ইন্টারনেটে ওবায়দুল কাদেরের একটি ছবি ভাইরাল হয়েছে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতাকে প্রতিবেশী দেশ ভারতের কলকাতার রাস্তায় দেখা গেছে এমন দাবি করে ওই ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

এরমধ্যে কলকাতার বাগমারী রোডে অবস্থিত ‘নর্থ সিটি’ হাসপাতালের সামনের অংশে পাঁচটি জানালা থাকলেও ওবায়দুল কাদেরের ভাইরাল হওয়া ছবিটিতে হাসপাতালের সামনের অংশে শুধু চারটি জানালা রয়েছে। অন্যদিকে গুগলে পাওয়া ছবিগুলোয় হাসপাতালের প্রবেশপথের ডান পাশে থাকা নীল রঙের একটি সাইনবোর্ডে ‘নর্থ সিটি ডায়াগনস্টিক সেন্টার’ লেখা পাওয়া যায়। সেই সঙ্গে সাইনবোর্ডটির এক পাশে কয়েকজন মানুষের ছবিও দেখা যায়।
তবে ভাইরাল ছবিটিতে শুধু ‘নর্থ সিটি ইমেজিং সেন্টার’ লেখা রয়েছে। পাশাপাশি সেখানে মানুষের কোনো ছবিও নেই। এছাড়া গুগলের ছবিগুলোয় ওই হাসপাতালের অ্যাম্বুলেন্সে হাসপাতালের নামের পাশাপাশি ঠিকানা ও জরুরি ফোন নম্বর উল্লেখ থাকলেও ভাইরাল ছবিটিতে অ্যাম্বুলেন্সে শুধু হাসপাতালের নাম লেখা রয়েছে।
অনুসন্ধানে এমন সব অসামঞ্জস্যতার পাশাপাশি এআই দিয়ে ছবিটি তৈরির আরও কিছু লক্ষণও পাওয়া যায়। যেমন, ভাইরাল ছবিটিতে ওবায়দুল কাদেরকে পরনে থাকা কটির কলার টেনে মুখ ঢেকে রাখতে দেখা যায়। কিন্তু সাধারণত কটির কাপড় মুখ ঢাকার মতো যথেষ্ট বড় ও নমনীয় হয় না। এছাড়াও ওবায়দুল কাদেরের পেছনে থাকা ভবনের রং ও গঠনও অনেক মসৃণ ও নিখুঁত। এমনকি ছবিতে দেখা যাওয়া রাস্তাটিও দেখতে অনেকটা কার্টুন চিত্রের মতো।
পরবর্তীতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সাইটইঞ্জিনে ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এআই দিয়ে ভাইরাল ছবিটি তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। সুতরাং, এআইয়ের সাহায্যে তৈরি ওবায়দুল কাদেরের ওই ছবিকে বাস্তব দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।