সোনার দামে বড় পরিবর্তন, আজ থেকে কার্যকর নতুন মূল্য

২৯ জুন ২০২৫ - ১০:২১ পূর্বাহ্ণ
 0
সোনার দামে বড় পরিবর্তন, আজ থেকে কার্যকর নতুন মূল্য

দেশের স্বর্ণ বাজারে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত মূল্য নির্ধারণ–বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৯ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.664 গ্রাম) বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকায়। পূর্বের দামের চেয়ে যা ভরি প্রতি ২ হাজার ৬২৪ টাকা কম।

মূল্য হ্রাসের কারণ হিসেবে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতেই স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগেও, ২৫ জুন সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। এর আগে ১৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত এক মাসে চারবার মূল্যবৃদ্ধির পর এটি টানা দ্বিতীয় দফার মূল্য হ্রাস।

নতুন তালিকা অনুযায়ী অন্যান্য ক্যারেটের সোনার দাম হলো:

  • ২১ ক্যারেট: ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা

  • সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা প্রতি ভরি

স্মরণযোগ্য যে, গত ২৫ জুন ২২ ক্যারেটের সোনার দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা, যা থেকে বর্তমানে ২ হাজার ৬২৪ টাকা হ্রাস পেয়েছে। একইভাবে ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা থেকে ২ হাজার ৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকায় নামানো হয়েছে।

একই সময় ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামেও ছিল উল্লেখযোগ্য পরিবর্তন—যথাক্রমে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা থেকে কমে ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং ১ লাখ ১৭ হাজার ২ টাকা থেকে কমে ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে:

  • ২২ ক্যারেট রুপা: ২ হাজার ৮১১ টাকা

  • ২১ ক্যারেট রুপা: ২ হাজার ৬৮৩ টাকা

  • ১৮ ক্যারেট রুপা: ২ হাজার ২৯৮ টাকা

  • সনাতন রুপা: ১ হাজার ৭২৬ টাকা প্রতি ভরি

বাজুস সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও স্বর্ণের দামে পুনঃবিবেচনা করা হতে পারে।