"ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে রক্ষা পাবে গণতন্ত্র" — শামসুজ্জামান দুদু

ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত—এমন দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তাঁর মতে, যে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা রাজনৈতিক জটিলতার মাঝেও গণতন্ত্র টিকিয়ে রাখতে সময়মতো নির্বাচন অপরিহার্য।
রোববার (২৯ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “যারা সকাল-বিকাল ভিন্ন ভিন্ন কথা বলেন, তাদের প্রতি আহ্বান—আসুন, আমরা সকলে নির্বাচনে অংশ নিই। যেখানে ত্রুটি থাকবে, আলোচনা করে সমাধান করি। জনগণ যাকে ভোট দেবে, সেই দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। দলমত ভুলে আমরা যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পারি।”
তিনি আরও বলেন, “যারা স্বৈরাচারবিরোধী অবস্থানে আছেন, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই আকাঙ্ক্ষা করেন। অপরদিকে, যারা ভোট ও নির্বাচনের গুরুত্ব অস্বীকার করেন, তারা চিহ্নিত কিংবা অচিহ্নিতভাবে স্বৈরতন্ত্রের পক্ষেই অবস্থান নেন। গণতন্ত্রের পথ কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই সুগম হয়।”
বিএনপির প্রতি দেশের মানুষের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, “জনগণ বিএনপিকে ভালোবাসে, কারণ দলটি স্বৈরতন্ত্রের সঙ্গে আপস করেনি। বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে এই সংগ্রাম করেছেন। তিনি এখন একজন রাজনৈতিক নেত্রীর চেয়েও অনেক উঁচু পর্যায়ে অবস্থান করছেন। তাঁর বক্তব্যে দেশবাসী সাহস খুঁজে পায়। আর তারেক রহমানকে আল্লাহ রক্ষা করেছেন—১/১১-এর সময় তাঁকে যে নির্যাতনের শিকার হতে হয়েছিল, তা ইতিহাসে একটি গভীর দৃষ্টান্ত।”
শামসুজ্জামান দুদু তাঁর বক্তব্যে সাম্প্রতিক একটি আলোচিত বৈঠকের দিকেও ইঙ্গিত করেন। তিনি বলেন, “সরকারি উদ্যোগেই লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠককে আমি সাম্প্রতিক সময়ের মধ্যে একটি ইতিবাচক ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখি। যারা প্রথমে এ নিয়ে হালকাভাবে কথা বলেছিলেন, তাঁরাও পরে জাতিকে আশাবাদী করে তুলেছেন।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।