বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের ‘হুমকির’ প্রেক্ষিতে বিনিয়োগকারীদের নজর এখন বাণিজ্য আলোচনার অগ্রগতিতে। ফলে ১ আগস্টের মধ্যে কোনো ধরনের বাণিজ্য চুক্তি না হলে আরেক দফায় মূল্যবান হলুদ ধাতুটির দাম বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের শুরুতে ডলার কিছুটা মন্থর হয়েছে, ফলে শুল্কের সময়সীমা বড় হওয়ার সঙ্গে স্বর্ণের প্রথম দিকে লাভের দরজা খোলা রয়েছে। যতক্ষণ না ১ আগস্টের মূল সময়সীমার দিকে এগিয়ে যাচ্ছি, কোনো নতুন বাণিজ্য চুক্তি না হলে, স্বর্ণের দর আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলারের দিকে বা তারও বেশি উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা বেশি।
গত ১২ জুলাই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনায় বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এমন হুমকি দেন তিনি। এরপর থেকে আবারও বিনিয়োগকারীদের ভরসার জায়গা হয়ে উঠেছে স্বর্ণ।
এদিকে দেশের বাজারে গত ৭ জুলাইয়ের সবশেষ সমন্বয় করা দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। ওইদিন স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ এই দরেই দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।