কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানাল সৌদি আরব

কাতারে মার্কিন আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৩ জুন) রাতে এই ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ে তেহরান।
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান যে হামলা করেছে সেটি ‘আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশী নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেছে দেশটি।
এদিকে মার্কিন ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, কাতারে অবস্থিত উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল ইরানি ক্ষেপণাস্ত্র।
ইরান থেকে আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোন আমেরিকান হতাহতের খবর মেলেনি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, "আরও তথ্য আসলে তা সরবরাহ করা হবে।"