কাতারে ইরানি হামলার সময় আকাশে বিপাকে লেবাননের প্রধানমন্ত্রী

কাতার সফরের পথে ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। ঠিক সেই সময় ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল–উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর নিরাপত্তাজনিত কারণে কাতার তৎক্ষণিকভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে মাঝআকাশেই আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী।
ঘটনাটি ঘটেছে সোমবার। ইরানের এই হামলায় কোনো হতাহতের খবর না মিললেও, তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যজুড়ে এক ধরনের উত্তেজনা ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা সৃষ্টি হয়। কাতারের পাশাপাশি প্রতিবেশী কুয়েত ও বাহরাইনও সুরক্ষার স্বার্থে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে স্থগিত করে।
বিষয়টি নিয়ে বিবিসিকে কথা বলেন লেবানন সরকারের একজন উপদেষ্টা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বর্তমানে বাহরাইনে অবস্থান করছেন এবং নিরাপদে আছেন।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আকাশপথে স্বাভাবিক চলাচল আবারও শুরু হয়েছে। একইভাবে কুয়েত ও বাহরাইনও আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, তাদের সকল ফ্লাইট অপারেশন এখন স্বাভাবিকভাবে চালু রয়েছে।