কুয়েতে বিমান চলাচল স্থগিত

২৪ জুন ২০২৫ - ০৮:৫৮ পূর্বাহ্ণ
 0
কুয়েতে বিমান চলাচল স্থগিত

সাময়িকভাবে কুয়েতের আকাশে বিমান চলাচল স্থগিত করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। ইরানের ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য জাতীয় নিরাপত্তা রক্ষা করা এবং এই অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। এটি সমস্ত আগত এবং বহির্গামী ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সমস্ত ভ্রমণকারী এবং বিমান সংস্থাগুলোকে অফিসিয়াল আপডেট অনুসরণ করার এবং বাস্তবায়িত কার্যক্রমগুলোতে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান।

ডিজিসিএ বলছে, এই সিদ্ধান্ত জনস্বার্থে নেয়া হয়েছে এবং প্রয়োজনে আরও ঘোষণা জারি করা হবে।