দুই সন্তান নিয়ে সুখের সংসার নায়িকার, গুঞ্জন উঠেছে গোপনে নায়ককে বিয়ে করার

১৯ জুন ২০২৫ - ১৩:০৮ অপরাহ্ণ
 0
দুই সন্তান নিয়ে সুখের সংসার নায়িকার, গুঞ্জন উঠেছে গোপনে নায়ককে বিয়ে করার

বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তেমনি আলোচনায় চলে এলেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে সুখে সংসার তার, রয়েছে দুই সন্তান। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে—জেনেলিয়া নাকি রীতেশকে বিয়ের আগেই জন আব্রাহামের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই গুজবে এবার স্পষ্ট জবাব দিলেন তিনি।

গুজবের উৎপত্তি ‘ফোর্স’ সিনেমার শুটিং থেকে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফোর্স’-এ জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া। সিনেমাটিতে একটি বিয়ের দৃশ্যে মন্ত্রপাঠ, মালাবদল, মঙ্গলসূত্র পরানো এবং সাত পাক ঘোরার মতো সব রীতি মানা হয়েছিল। এমনকি সেটির জন্য একজন প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতও ব্যবহার করা হয়েছিল। আর সেখান থেকেই গুজব রটে, বাস্তবেও তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফোর্স’-এ জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া।  ছবি: আইএমডিবি

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফোর্স’-এ জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া।  ছবি: আইএমডিবি

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, এই বিষয়ে এক সাক্ষাৎকারে জেনেলিয়া বলেন, আমরা মোটেও বিয়ে করিনি। এই গুজব পুরোপুরি ভিত্তিহীন। এসব গল্প কিছু পিআর সংস্থা ছড়িয়েছে। আমি মনে করি, তাদের জিজ্ঞাসা করা উচিত ছিল, কেন এমনটা করল।

সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি দুইটি ধর্মীয় রীতিতে—হিন্দু ও খ্রিষ্টান—বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়েতে বলিউডের বহু তারকারা উপস্থিত ছিলেন।  ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি দুইটি ধর্মীয় রীতিতে—হিন্দু ও খ্রিষ্টান—বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়েতে বলিউডের বহু তারকারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

এইসব গুজবের মাঝেও রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার প্রেমের সম্পর্ক আজও বলিউডে অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তাদের প্রেম শুরু হয়েছিল ২০০২ সালে তাদের প্রথম ছবি ‘তুঝে মেরি কসম’-এর সেটে। প্রথমদিকে গোপনে চলা এই সম্পর্ক ১০ বছরের বেশি সময় ধরে টিকে ছিল মিডিয়ার নজরের বাইরে।

সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি দুইটি ধর্মীয় রীতিতে—হিন্দু ও খ্রিষ্টান—বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়েতে বলিউডের বহু তারকারা উপস্থিত ছিলেন। বিয়ের পর থেকে রীতেশ-জেনেলিয়া দম্পতি সংসার ও কর্মজীবনের দারুণ সমন্বয় রেখে চলেছেন। সিনেমা আর দুই পুত্রসন্তান নিয়েই ব্যস্ত এই তারকা দম্পতি।