আরও এক তালিকায় শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেললেন ভিনি ও এমবাপ্পেরা

২২ অক্টোবর ২০২৫ - ১৫:০১ অপরাহ্ণ
 0
আরও এক তালিকায় শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেললেন ভিনি ও এমবাপ্পেরা

সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় সম্প্রতি শীর্ষে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ব্র্যান্ড ও বাজারমূল্য নির্ধারণে তৈরি আরেকটি তালিকাতেও ফুটবলারদের মধ্যে সবার ওপরে নাম লিখিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া গণমাধ্যম স্পোর্টসপ্রো প্রকাশ করেছে ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে বাজারযোগ্য ৫০ জন ক্রীড়াবিদের তালিকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর তিনটি সূচকের ভিত্তিতে (ব্র্যান্ড শক্তি, বাজারে প্রভাব এবং অর্থনৈতিক মান) সর্বমোট ১০০ পয়েন্টে এই র‌্যাংকিং তৈরি করে।

এবারের তালিকার শীর্ষ চারটি অবস্থানে কোনো ফুটবলারের নাম নেই। তবে সেরা দশে জায়গা করে নিয়েছেন দুইজন ফুটবলার। পঞ্চম স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো কেবল ফুটবলারদের মধ্যেই নয়, বরং পুরো তালিকায়ও সবচেয়ে উপরে আছেন। গত বছরের তুলনায় তিনি চার ধাপ এগিয়েছেন। এর আগেই তিনি ফোর্বসের সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায়ও শীর্ষে ছিলেন।

রোনালদোর পরেই অবস্থান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে মাঠে অনিয়মিত থাকলেও বাজারে তার প্রভাব এখনো শক্ত অবস্থানে রয়েছে।

ফুটবলারদের মধ্যে তৃতীয় স্থানে ও সামগ্রিকভাবে ১১তম স্থানে রয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এরপর ১৩তম ও ১৪তম অবস্থানে যথাক্রমে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিউস জুনিয়র।
অন্যদিকে, ২০২০ ও ২০২৩ সালে স্পোর্টসপ্রোর তালিকায় এক নম্বরে থাকা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এবার ১৬তম স্থানে নেমে গেছেন, যা গত বছরের তুলনায় ১১ ধাপ নিচে।

তালিকার বাকি ফুটবলারদের মধ্যে রয়েছেন— বুকায়ো সাকা (১৯), লামিন ইয়ামাল (২৩), হ্যারি কেইন (২৮), রাফিনিয়া (৩০), মার্কাস রাশফোর্ড (৩২), আশরাফ হাকিমি (৩৪), অ্যালেক্সিয়া পুতেয়াস (৩৬), মোহামেদ সালাহ (৪৩), রদ্রিগো (৪৪), জামাল মুসিয়ালা (৪৫), বেথ মেড (৪৬) এবং দানি ওলমো (৪৯)

তবে অবাক করার মতো বিষয় হলো— এ তালিকায় জায়গা হয়নি জনপ্রিয় ফুটবল তারকা আর্লিং হলান্ড, কেভিন ডি ব্রুইনা, জুড বেলিংহ্যাম, কিংবা কোল পালমারের মতো নামগুলোর।

এবারের তালিকার সামগ্রিক শীর্ষে রয়েছেন ফর্মুলা ওয়ানের ব্রিটিশ রেসার লুইস হ্যামিলটন। গত বছর এক নম্বরে থাকা মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস এবার দ্বিতীয় স্থানে নেমেছেন। তৃতীয় স্থানে আছেন মার্কিন রাগবি তারকা ইলোনা মাহের, আর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন এনবিএ তারকা স্টিফেন কারি