সম্মানসূচক অস্কার পাচ্ছেন টম ক্রুজ

চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার পাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। তবে কেবল তিনি নয় এই তালিকায় আছেন আরও তিনজন। এরা হলেন খ্যাতিমান কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং দক্ষ প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। পাশাপাশি সংগীতশিল্পী ও সমাজকর্মী ডলি পার্টনকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
টম ক্রুজ দীর্ঘ ক্যারিয়ারে যেমন নিজ হাতে স্টান্ট করেছেন, তেমনি প্রযোজক হিসেবেও অসাধারণ সাফল্য অর্জন করেছেন। কোভিড-পরবর্তী সময়ে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির মাধ্যমে দর্শককে হলে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এই ছবিটি সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল। তিনবার অস্কারে মনোনীত ক্রুজের আলোচিত ছবির তালিকায় রয়েছে—‘জেরি ম্যাগুয়ের’, ‘ম্যাগনোলিয়া’, ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘আ ফিউ গুড মেন’, ‘ভ্যানিলা স্কাই’ ও ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি।
অন্যদিকে, নৃত্য, অভিনয় ও প্রযোজনার জগতে সমান দক্ষতা দেখিয়ে আসছেন ডেবি অ্যালেন। সাতবার একাডেমি অ্যাওয়ার্ডসের কোরিওগ্রাফি করেছেন তিনি। কাজ করেছেন ‘ফরগেট প্যারিস’, ‘আ জ্যাজম্যানস ব্লুজ’ ও ‘দ্য সিক্স ট্রিপল এইট’-এর মতো ছবিতে। পাশাপাশি অভিনয়ে ‘ফেম’ ও ‘র্যাগটাইম’-এ তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
অন্যদিকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কার পাচ্ছেন ডলি পার্টন। যিনি কেবল সংগীতেই নয়, সমাজসেবাতেও অগ্রগণ্য। ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রি এবং ৪৯টি স্টুডিও অ্যালবাম প্রকাশ ছাড়াও তিনি কাজ করেছেন ‘নাইন টু ফাইভ’ ও ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর মতো সিনেমায়। ১৯৯৫ সালে শুরু হওয়া তার ‘ইমাজিনেশন লাইব্রেরি’ প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে ২৮ কোটিরও বেশি বই শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।