ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর, আবারও আলোচনায় অপু-বুবলীর দ্বন্দ্ব

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিংয়ে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও তার সাম্প্রতিক কিছু ফেসবুক পোস্ট ঘিরে চলচ্চিত্র অঙ্গনের ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও জল্পনা-কল্পনা।
বুবলীর এমন ইঙ্গিতপূর্ণ লেখাকে অনেকেই মনে করছেন, এটি নায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই দেয়া। কারণ, এর আগেও শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু ও বুবলী, বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে এমন স্ট্যাটাস দিয়েছেন। অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চ্যুয়াল ঝগড়া নতুন কিছু নয় নেটিজেনদের কাছে। দুই নায়িকা ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে থাকেন।
মার্চের শেষ সপ্তাহে শাকিব খানের জন্মদিনে তার দুই সন্তান আব্রাহাম ও শেহজাদের সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনে নিজেদের পোস্টে সন্তানের জন্য বাবার ভালোবাসার গভীরতা বোঝানোর চেষ্টা করেন। বুবলী পোস্ট দেয়ার কিছুক্ষণ পর একইরকম পোস্ট দেন অপু বিশ্বাসও। সেই পোস্টে বুবলীকে খোঁচা দিয়ে ক্যাপশনও দেন অপু।
বুবলী শুক্রবার (৩০ মে) বিকেলে নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করেন বুবলী। ছবি: অভিনেত্রীর ফেসবুক
এখানেই শেষ নয়, কিছুদিন আগেই শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদের স্থিরচিত্রসহ ফেসবুকে একটি পোস্ট দেন শবনম বুবলী। বাবা-সন্তানের আদুরে মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’
এই পোস্টের ঘণ্টাখানেকের মধ্যেই অপু বিশ্বাসও একই রকম স্থিরচিত্র শেয়ার করে লিখেছিলেন,‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা–ছেলের প্রতিদিনের এই খুনশুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

বুবলী ও অপুর ফেসবুক পোস্ট। ছবি: দুই অভিনেত্রীর ফেসবুক
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের ফেসবুক যুদ্ধ যেন থামছেই না। সিনেমার পাশাপাশি এখন তাদের ব্যক্তিগত পোস্টও বিনোদনের খোরাক হয়ে উঠছে সাধারণ দর্শকের কাছে। যদিও শাকিব খান আগেই বলেছেন, “অপু-বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত”, তবে বাস্তবতা বলছে, সামাজিক মাধ্যমে তাদের দ্বন্দ্ব এখনও চলমান।