বিনামূল্যে চিকিৎসা ও প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বরাদ্দ ৬ হাজার ৩৩০ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তিনি।
এছাড়া বয়স্ক ভাতা ৬০০ থেকে বৃদ্ধি করে ৬৫০ টাকা, বিধবা ভাতা ৫৫০ থেকে বৃদ্ধি করে ৬৫০ টাকা, প্রতিবন্ধী ভাতা ৮৫০ থেকে বৃদ্ধি করে ৯০০ টাকা, মা ও শিশু ভাতা ৮০০ থেকে বৃদ্ধি করে ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার টিসিবি’র স্মার্ট কার্ড পাবেন আরও ৫ লাখ পরিবার, পণ্য মিলবে ৬ মাস।
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এরমধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি। বাকি ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।