রৌমারী ও ভুরুঙ্গামারীতে ৩৬ রোহিঙ্গাসহ আটক ৪৪

কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারীতে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। বুধবার (৭ মে) সকালে রৌমারী বাজারসহ বিভিন্ন স্থান থেকে ২০ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশীসহ ২৭ জনকে আটক করে বিজিবি। পরে দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করে পুলিশ।
এদিকে সকালে ভুরুঙ্গামারীর সীমান্ত বাজারের পাশ নারী পুরুষসহ ১৪ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা জানিয়েছে তারা কুতুপালং ক্যাম্পে ছিলেন। সেখানে তাদের কার্ড না হওয়ায় থাকতে চাচ্ছিলেন না। এরমধ্যে টাকার বিনিময়ে কাজ দেয়ার কথা বলে দালালরা মাইবাসক্রোযোগে তিনদিন আগে ভুরুঙ্গামারীতে নিয়ে আসে। বুধবার সকালে তাদের রেখে পালিয়ে যায় দালালরা। আটক রোহিঙ্গা বারবার তাদের বক্তব্য পাল্টাচ্ছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।