তিন দাবিতে এখনো শাহবাগ অবরোধ

১১ মে ২০২৫ - ১১:১২ পূর্বাহ্ণ
 0
তিন দাবিতে এখনো শাহবাগ অবরোধ

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় সন্তুষ্ট নয় জুলাই আন্দোলনে আহতরা। স্বৈরাচারী এই দলটিকে চিরতরে নিষিদ্ধের দাবিতে তাই আজও শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন তারা।

রাজপথে থেকেই চান জুলাই সনদ এবং সু-চিকিৎসার ব্যবস্থা। আর রোববারও (১১ মে) রাজপথ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

গত শুক্রবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ডাকে, রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। একদিন পর শনিবার তাদের দাবি মেনে নিয়ে, বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এই ঘোষণার পর এনসিপি ঘরে ফিরলেও রাজপথে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে জুলাই আহতরা।

শাহবাগ অবরুদ্ধ করে সকাল থেকেই রাজপথ দখলে রেখেছেন তারা। সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দাবি জানান, স্বৈরাচার দলটিকে চিরতরে নিষিদ্ধ করার।

যতক্ষণ দাবি মানা না হবে, ততক্ষণ রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেন তারা। এসময়, সারা দেশের জুলাই আহতদের একত্রিত হওয়ার আহ্বান জানান তারা।