এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা মীর আরশাদুল হক। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

গত ২৫ ডিসেম্বর ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মীর আরশাদুল হক। তিনি এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য ও দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও দলটির পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন।
ওইদিন ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেয়ার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছিলেন মীর আরশাদুল হক।