ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছে, যান চলাচল স্বাভাবিক

১১ ডিসেম্বর ২০২৫ - ০৮:৪৭ পূর্বাহ্ণ
 0
ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছে, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার অবরোধ করে রাখার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা।

এর আগে, বৃহস্পতিবার তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যু কেন্দ্র করে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলে ওই এলাকা ও আশপাশে তীব্র যানজট দেখা দেয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন।  

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তেজগাঁও কলেজের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যুর ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলমান রয়েছে। যে বা যারাই জড়িত থাকুন, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

জানা গেছে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ দিন লড়ে মারা গেছেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। তারই প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের একাংশ।

এদিকে, এ ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এক বিবৃতিতে ডাকসু জানিয়েছে, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে এটি প্রথম কোনো শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা, যা সংঘটিত হয়েছে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পেশিশক্তির রাজনীতি চর্চার কারণে। এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী আচরণ কোনোভাবেই শিক্ষাঙ্গনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।