এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সদস্যদের অবস্থান

২ ডিসেম্বর ২০২৫ - ০৯:৩৯ পূর্বাহ্ণ
 0
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সদস্যদের অবস্থান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর প্রায় ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা হাসপাতালে প্রবেশ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে দিনটিতে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয় এবং দেশবাসীকে তার সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে জারি করা বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় তার হাসপাতালে সার্বিক চিকিৎসা নির্বিঘ্ন করতে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তার নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং জাতীয় নেতৃত্ব হিসেবে তার মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার পরিবার এবং দলকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা শেষে বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থ বোধ করলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরবর্তীতে ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং এর পাশাপাশি আরও কয়েকটি জটিলতা দেখা দিয়েছে।

গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) রাখা হয়। পরে রবিবার ভোরে অবস্থা আরও গুরুতর হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।