ছেলের জন্মদিনে আবেগঘন বার্তা শাকিবের, যা বললেন অপু বিশ্বাস

২৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৪৮ পূর্বাহ্ণ
 0
ছেলের জন্মদিনে আবেগঘন বার্তা শাকিবের, যা বললেন অপু বিশ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নন্দিত অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় আজ দশে পা দিল। নয় বছর পার করে নতুন দশকের যাত্রা শুরু করেছে জয়। বিশেষ দিনে বাবা-মা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন ছেলেকে। তবে সবার দৃষ্টি কাড়ে শাকিবের মধ্যরাতের আবেগঘন পোস্ট।

শাকিবের শুভেচ্ছা বার্তা

বৃহস্পতিবার রাত ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছেলেকে শুভেচ্ছা জানান শাকিব। সঙ্গে প্রকাশ করেন একটি ভিডিও, যেখানে বিদেশের একটি পার্কে জয়ের সঙ্গে খেলার মুহূর্তে ধরা দেন তিনি। ক্যাপশনে শাকিব লিখেন,
“শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হও। মহান আল্লাহর কাছে আমার দোয়া, জীবনের প্রতিটি দরজা তোমার জন্য খুলে থাকুক সুখ, শান্তি আর সফলতায়। মনে রেখো, তোমার যখনই আমার প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি। অনেক ভালোবাসা রইলো আমার ছেলে।”

অপুর প্রতিক্রিয়া

অভিনেত্রী অপু বিশ্বাসও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, জয়ই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। জন্মদিনে সবার কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন এ নায়িকা।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘদিন গোপন থাকার পর ২০১৬ সালে ছেলেসন্তান জন্মের মাধ্যমে প্রকাশ্যে আসে তাদের দাম্পত্যের খবর। তবে ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের মাধ্যমে আলাদা পথে হাঁটেন ঢালিউডের জনপ্রিয় এই জুটি।