অক্টোবর মাসে ২৫ হাজার রুশ সেনা নিহত: দাবি জেলেনস্কির
অক্টোবর মাসজুড়ে রাশিয়ার বিপক্ষে পরিচালিত হামলায় অন্তত ২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
জেলেনস্কির বক্তব্য অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের লক্ষ্য করে সফলভাবে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ কর্তৃপক্ষ প্রতিটি হামলার ভিডিও বিশ্লেষণ করে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, “অক্টোবর মাসে আমাদের বাহিনী শত্রুপক্ষের প্রায় ২৫ হাজার সেনাকে নির্মূল করেছে। এটি মূলত ড্রোন হামলার ফল, এবং সংখ্যাটি সম্পূর্ণ সঠিক—কারণ প্রতিটি অভিযানের ভিডিও প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত।”
জেলেনস্কি আরও উল্লেখ করেন, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর কোনো একক মাসে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির এটাই সর্বোচ্চ সংখ্যা।
তবে তিনি স্বীকার করেন, পোকরোভস্ক শহরের পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল। সেখানে ইউক্রেনীয় বাহিনী নিজেদের অবস্থান ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।