বড় সুখবর সৌম্য-রিশাদদের, হতাশায় মুস্তাফিজ-তাসকিনরা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এই তালিকায় জায়গা বদল হয়েছে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজজয়ের পর ব্যাটে-বলে উজ্জ্বলদের জন্য এসেছে সুখবর, তবে কয়েকজন বোলারের জন্য রয়েছে হতাশার বার্তা।
সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ক্যারিবীয়দের হারিয়েছে বাংলাদেশ। ওই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে বড় অগ্রগতি পেয়েছেন সৌম্য সরকার। তিন ম্যাচে ১৪০ রান করা এই বাঁহাতি ব্যাটার র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে এখন ৬২ নম্বরে অবস্থান করছেন। একই সিরিজে দুই ম্যাচে মাত্র ৩.০৬ ইকোনমিতে পাঁচ উইকেট নেওয়ায় ২৪ ধাপ উন্নতি করে ৪৭তম স্থানে উঠেছেন স্পিনার নাসুম আহমেদ।
এছাড়া তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও দারুণ অগ্রগতি করেছেন। তিন ম্যাচে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে তিনি র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে এখন ৬২ নম্বরে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচে ৯১ রান করা এই ডানহাতি ব্যাটার তার ৩৫তম স্থান ধরে রেখেছেন। নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে এখন ৪২ নম্বরে। অপরদিকে মেহেদী হাসান মিরাজ অবস্থান ধরে রেখেছেন ৬৩ নম্বরে; তার ব্যাট থেকে এসেছে ৬৬ রান।
তবে বোলারদের ক্ষেত্রে চিত্রটা উল্টো। একাধিক বোলারের র্যাঙ্কিংয়ে হয়েছে পতন। তানজিম হাসান সাকিব ৪ ধাপ নেমে ৭৭তম, শরিফুল ইসলাম ২ ধাপ পিছিয়ে ৬৩তম স্থানে। অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও নেমে গেছেন ২ ধাপ, বর্তমানে তিনি ৬০ নম্বরে। তাসকিন আহমেদও পিছিয়েছেন দুই ধাপ, এখন তার অবস্থান ৪০ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের সামগ্রিক পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত মিললেও র্যাঙ্কিং তালিকা দেখাচ্ছে—ধারাবাহিকতা বজায় রাখাই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।