গাজা যুদ্ধের অবসান হামাসের সম্মতির ওপর নির্ভর করছে: ট্রাম্প
গাজায় চলমান সংঘাত শেষ করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হামাস যদি প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি হয়, তাহলে গাজা যুদ্ধের ইতি ঘটবে।
শনিবার এক ঘোষণায় ট্রাম্প বলেন, ইসরায়েল গাজা উপত্যকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে সম্মতি জানিয়েছে। হামাস আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব গ্রহণ করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “ট্রুথ সোশ্যালে” দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও জানান, হামাসের সম্মতি মিললেই জিম্মি ও বন্দিদের বিনিময় প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহার কার্যক্রমও চালু হবে। তিনি এই পরিকল্পনাকে ‘তিন হাজার বছরের দীর্ঘ বিপর্যয়ের অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন।
এর আগে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সমঝোতা হতে পারে। তিনি জানান, “আমি বিবিকে (ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু) বলেছি, এটি তোমার জন্য বড় ধরনের সাফল্যের সুযোগ। তার হাতে তেমন কোনো বিকল্প ছিল না, তাই তাকে এই প্রস্তাবে রাজি হতে হয়েছে।”
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় সামরিক অভিযানে এখন প্রতিরক্ষামূলক কৌশল গ্রহণ করেছে। এই পর্যায়ে স্থলবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য, তাই আক্রমণ সীমিত আকারে চালানো হবে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে আপাতত আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখা হয়েছে। এই ধাপের মধ্যেই সব জিম্মি মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।