‘ভারত আমার মাতৃভূমি’—গুজবের পর মুখ খুললেন দানিশ কানেরিয়া

৫ অক্টোবর ২০২৫ - ০৯:৩৪ পূর্বাহ্ণ
 0
‘ভারত আমার মাতৃভূমি’—গুজবের পর মুখ খুললেন দানিশ কানেরিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে, পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া নাকি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ গুজবের পর নিজেই মুখ খুলে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন, ভারতকে তিনি মাতৃভূমি মনে করলেও আপাতত নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে কানেরিয়া বলেন, পাকিস্তানের জনগণের কাছ থেকে তিনি বিপুল ভালোবাসা পেলেও খেলোয়াড়ি জীবনে তাকে ধর্মীয় বৈষম্য ও জোরপূর্বক ধর্মান্তরের প্রচেষ্টার মুখে পড়তে হয়েছিল।

পোস্টে তিনি লেখেন, “সম্প্রতি অনেকেই আমাকে প্রশ্ন করছেন—আমি পাকিস্তান নিয়ে কথা বলি না কেন, বরং ভারতের বিষয়ে মন্তব্য করি কেন। অনেকে বলছেন, আমি নাকি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে এটা করছি। বিষয়টি পরিষ্কার করতে চাই—পাকিস্তান ও তার জনগণের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, বিশেষ করে ভালোবাসা। কিন্তু একইসঙ্গে কর্তৃপক্ষ ও পিসিবির পক্ষ থেকে চরম বৈষম্য ও চাপেরও শিকার হয়েছি। আমাকে ধর্মান্তরের চেষ্টাও সহ্য করতে হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তান আমার জন্মভূমি, আর ভারত আমার মাতৃভূমি। ভারতের প্রতি আমার শ্রদ্ধা এক মন্দিরের মতো পবিত্র। বর্তমানে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যদি আমার মতো কেউ নিতে চান, সেক্ষেত্রে সিএএ আইন তাদের জন্য উন্মুক্ত।”

৪৪ বছর বয়সী দানিশ কানেরিয়া পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার—উইকেটকিপার নিল দালপাতের পর। দেশের হয়ে ৬১ টেস্ট ও ১৮ ওয়ানডেতে তিনি মোট ২৭৬টি উইকেট শিকার করেছেন।