গাজাগামী ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বিভিন্ন দেশের তীব্র নিন্দা
গাজায় ত্রাণ বহনকারী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা ও জাহাজ জব্দের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে একাধিক দেশ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, নিরস্ত্র বেসামরিক মানুষের ত্রাণবাহী জাহাজে ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে, তুরস্ক সরকার তাদের আটককৃত মানবাধিকারকর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনবিরোধী।
ইউরোপীয় দেশ আয়ারল্যান্ডও ঘটনাটির নিন্দা জানিয়ে বলেছে, তেলআবিবকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং আটক স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শুধু তাই নয়, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও কলম্বিয়াও ইসরায়েলি অভিযানের কড়া সমালোচনা করেছে।
এদিকে আর্জেন্টিনা, গ্রিস এবং তিউনিশিয়ায় জাহাজ জব্দ ও আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।