ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) একযোগে তিন দেশের সরকার এই ঘোষণা দেয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভিডিওবার্তায় বলেন, “আজ শান্তি প্রতিষ্ঠা এবং দুই-রাষ্ট্র সমাধানের প্রত্যাশা পুনর্জাগরিত করার লক্ষ্যে আমি ঘোষণা করছি—এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”
এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে স্টারমারের ডেপুটি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেন, এখনই দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে দাঁড়ানোর সময়। এর মাধ্যমে যুক্তরাজ্য প্রথম জি-৭ দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল।
অস্ট্রেলিয়া একই দিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, ভবিষ্যৎ সমাধানের কাঠামোয় ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয়।
অন্যদিকে, কানাডার পক্ষ থেকে জানানো হয়, “আন্তর্জাতিক মহলে সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে এবং দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। যদিও আমরা এই পদক্ষেপকে একক সমাধান হিসেবে দেখি না, তবে এটি জাতিসংঘ সনদে বর্ণিত আত্মনিয়ন্ত্রণ ও মৌলিক মানবাধিকারের নীতি এবং আমাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
এদিকে চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেলজিয়ামও একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে।
তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই সতর্ক করে বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে “হামাসের নৃশংস সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।”