যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের নিবন্ধনও বাতিল হয়নি। শুধু দলটির রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে।
তিনি ব্যাখ্যা করেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে পারবে না। দল হিসেবে তাদের বৈধতা রয়েছে, তবে নির্দিষ্ট সময়ের জন্য সংগঠনটি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের সময় সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের। নির্বাচনে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সে বিষয়ে সঠিক ব্যাখ্যা কেবল তারাই দিতে পারে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের ব্যাপক সমর্থক আছে বলে তিনি মনে করেন না, তবে তাদের সমর্থক যে রয়েছে তা অস্বীকার করা যায় না। এসব সমর্থক সাধারণ ভোটারের মতো ভোট দিতে পারবেন, তবে নির্বাচনী প্রতীকে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না।
তার মতে, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক সংগঠন বললেও আচরণে তারা কখনো প্রকৃত রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। বরং তারা সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর দায়ভার নিজেদের কাঁধে নেওয়ার পরিবর্তে সবসময় অন্যের ওপর চাপিয়েছে।
এই সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার যৌক্তিকতা এবং রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।