খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক

৩০ সেপ্টেম্বর ২০২৫ - ১৮:০৯ অপরাহ্ণ
 0
খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রামাদান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুলশানের ফিরোজা ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ৮টা ২২ মিনিটে শুরু হওয়া এই বৈঠক প্রায় ৪৫ মিনিট ধরে চলে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রের তথ্যমতে, আলোচনায় পারস্পরিক স্বার্থ ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময় হয়।