আজ বিশ্ব বাঘ দিবস

২৯ জুলাই ২০২৫ - ০৮:৩৪ পূর্বাহ্ণ
 0
আজ বিশ্ব বাঘ দিবস

প্রতিবছরের ২৯ জুলাই বিশ্বজুড়ে পালিত হয়‘বিশ্ব বাঘ দিবস’। এই দিনে বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন দেশে পালিত হয় নানা সচেতনতামূলক কার্যক্রম। মূলত বাঘের আবাসস্থল রক্ষা ও সংরক্ষণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেই এই দিনের সূচনা। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড (ডব্লিউডব্লিউএফ)-এর তথ্যমতে, এক শতাব্দী আগেও পৃথিবীতে প্রায় এক লাখ বাঘ ছিল। কিন্তু বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে, এবং এটি আরও কমছে। এই দুঃখজনক পরিস্থিতি বিশ্ববাসীকে বাঘ সংরক্ষণে এগিয়ে আসার তাগিদ দিচ্ছে।

বিশ্ব বাঘ দিবস প্রথম উদযাপন শুরু হয় ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত টাইগার সামিটে। ওই সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া ও রাশিয়াসহ ১৩টি বাঘ-বাসযোগ্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে “টিএক্সটু” নামক একটি উদ্যোগ গ্রহণ করা হয়, যার মূল লক্ষ্য ছিল ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করা। এই কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস কেবল একটি দিবস নয়, বরং এটি হয়ে উঠেছে একটি বৈশ্বিক আন্দোলন। এই দিনের মূল বার্তাগুলোর মধ্যে রয়েছে— “বাঘকে রক্ষা করুন”, “বাঘ বাঁচান, বন বাঁচান, জীবন বাঁচান” এবং “বাঘের জন্য গর্জন করুন”।

প্রতিবছরের মতো এবারও ২৯ জুলাই দিনটি পালন করা হচ্ছে নানা সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে। যদিও ২০২৫ সালের নির্দিষ্ট থিম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি, তবে সচেতনতা ছড়িয়ে দিতে নানা রকম গণমাধ্যম প্রচার, শিক্ষামূলক কর্মসূচি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চলছে।

বিশ্ব বাঘ দিবসের গুরুত্ব এখানেই যে, এটি আমাদের মনে করিয়ে দেয় বাঘ শুধু একটি প্রাণী নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। বাঘের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পুরো প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হতে পারে।