মাইলস্টোন ট্রাজেডি: হতাহতের তালিকা প্রস্তুতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকষ্মিকভাবে বিমান বাহিনীর যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) এ কমিটি গঠন করা হয়। বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এছাড়া সদস্য হিসেবে আছেন মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ (প্রশাসন), প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর মিসেস লুৎফুন্নেসা লোপা, মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক (শিক্ষার্থী: যাইমা জাহান, শ্রেণি: চতুর্থ, ক্লাস কোড: ২২৭৪), দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান, দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।
এতে আরও বলা হয়, এ কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করে প্রতিবেদন দেবেন। এর পাশাপাশি, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজদের কোনো তথ্যের প্রয়োজন হলে দিয়াবাড়ি ক্যাম্পাসের কন্ট্রোলরুমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ: ০১৯৬৩৮৩৫৬২৬ (প্রধান শিক্ষিকা), ০১৭১৩০৯১৪১৭ (কো-অর্ডিনেটর)।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। মর্মান্তিক এই ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।