গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই শহীদের আত্মা শান্তি পাবে: খোকন

বর্তমান সময়ে দেশজুড়ে চলমান সহিংসতা ও ষড়যন্ত্র প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, “গোপালগঞ্জের সহিংসতা বা মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এগুলো একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।”
শুক্রবার (১৮ জুলাই) সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ তাহমিদের কবরে শ্রদ্ধা জানানোর পর এসব মন্তব্য করেন বিএনপি নেতা খোকন।
তিনি বলেন, “তাহমিদসহ যারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মত্যাগ করেছেন, তাদের রক্তের মূল্য দিতে হলে আমাদের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেই লক্ষ্য পূরণ হলেই শহীদদের আত্মা প্রকৃত শান্তি পাবে।”
এ সময় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, গোলাম কবির কামাল, শহীদ তাহমিদের পিতা রফিকুল ইসলাম, আউলাদ হোসেন, আব্দুর রউফ ফকির রনি, সুমন চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ তাহমিদের বিদ্যালয় নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত স্মরণসভা, দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতারা। একইসঙ্গে বিকেলে শহীদ সজিবের কবর জিয়ারত, কালো ব্যাজ ধারণ এবং মৌন মিছিল করার কথা রয়েছে জেলা বিএনপির।
প্রসঙ্গত, শহীদ তাহমিদ ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করে ১৮ জুলাই নরসিংদীর জেলখানা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন। নবম শ্রেণিতে অধ্যয়নরত এই শিক্ষার্থী ছিলেন নাসিমা কাদির মোল্লা স্কুলের ছাত্র এবং জেলার প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয় তাকে।