ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফরিদপুরে অনুষ্ঠিতব্য পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা ত্যাগ করেছেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এবং দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বহরে রয়েছেন।
প্রসঙ্গত, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে দেশব্যাপী উত্তেজনা চলছে। গোপালগঞ্জে পদযাত্রায় অংশ নিতে গিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন। ওই ঘটনার পর দলটি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতারা অবস্থান নিতে শুরু করেন।