ময়মনসিংহে দুই সন্তানসহ গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

১৫ জুলাই ২০২৫ - ১৩:০৬ অপরাহ্ণ
 0
ময়মনসিংহে দুই সন্তানসহ গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ গৃহবধূকে হত্যার ঘটনায় প্রধান আসামি দেবর নজরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়,  ঘটনার পর থেকে পলাতক ছিলো নজরুল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় দিকে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশন প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে ময়মনসিংহে নিয়ে আসা হচ্ছে। পুলিশ জানায়, ট্রেনে করে পালিয়ে যাবার জন্য স্টেশনে অপেক্ষা করছিলো গ্রেপ্তারকৃত আসামি। 

প্রসঙ্গত, গতকাল ভালুকা পৌর শহরে ভাড়া বাসায় খুন হন পোষাক শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না, তার ছয় বছরের মেয়ে সায়মা ও দুই বছরের ছেলে সন্তান নিরব। এ ঘটনায় ছোট ভাই নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলা করেন রফিক উদ্দিন।