সিরিয়া-লেবাননে হামলা চালালো ইসরায়েল

মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে চলমান অভিযানের অংশ হিসেবে দেশটির সুয়াইদায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবাননে চলমান ইসরায়েলি সামরিক হামলা হিজবুল্লাহর প্রতি একটি স্পষ্ট বার্তা। এছাড়া নেতানিয়াহু ও কাটজ সিরিয়ায় ইসরায়েলি হামলার বিষয়টিও নিশ্চিত করেছেন। এক যৌথ বিবৃতি জারি করে তারা বলেছেন, ড্রুজদের বিরুদ্ধে সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সুওয়াইদায় সরকারি বাহিনী এবং অস্ত্র লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে, বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ড্রুজদের রক্ষা করার অজুহাতে ইতোমধ্যেই দখলকৃত গোলান হাইটসের বাইরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সিরিয়ায় আক্রমণ চালিয়ে যাচ্ছে।