প্রতি তিন দিন পর পর রেকর্ড গড়ছেন মেসি!

গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) যেন ভিন্ন এক মেসির দেখা মিলছে। মাঠে নামলেই রেকর্ডের ঝুড়ি ভারী করছেন এই আর্জেন্টাইন মহাতারকা। সম্প্রতি টানা পাঁচ ম্যাচে করেছেন জোড়া গোল, যা তাঁর ক্যারিয়ারে দ্বিতীয়বার। এর আগে ২০১২ সালে বার্সেলোনার হয়ে লা লিগায় ছয় ম্যাচে টানা জোড়া গোল করেছিলেন তিনি।
ক্লাব বিশ্বকাপে প্রত্যাশা পূরণ না হলেও মেসির পারফরম্যান্সে ভাটা পড়েনি। ক্লাব বিশ্বকাপের আগেই এমএলএসে মন্ট্রিয়ল ও কলম্বাস ক্রুর বিপক্ষে ডাবল করেছিলেন। আর ক্লাব বিশ্বকাপের পরও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছেন। মন্ট্রিয়লের বিপক্ষে ফিরতি লেগে, এরপর নিউ ইংল্যান্ড রেভল্যুশন এবং সর্বশেষ ন্যাশভিল এসসির বিপক্ষে করেছেন পরপর জোড়া গোল।
নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই এমএলএসে টানা চার ম্যাচে দুই বা ততোধিক গোলের রেকর্ড গড়েছিলেন মেসি। এরপর ন্যাশভিল ম্যাচে সেই রেকর্ড নিজেই ভেঙে পাঁচ ম্যাচে নিয়ে যান। এই পাঁচ ম্যাচে তিনি করেছেন ১০ গোল, পাশাপাশি গোল করিয়েছেন আরও ৪টি। প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ইন্টার মায়ামি।
ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে উঠে এসেছে পঞ্চম স্থানে। দলটির সংগ্রহ ৩৮ পয়েন্ট, যেখানে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৩। তবে মায়ামি খেলেছে তিনটি ম্যাচ কম। ফলে ‘সাপোর্টারস শিল্ড’ জয়ের দৌড়ে তারা এখনো বেশ শক্ত প্রতিযোগী।
মেসির পারফরম্যান্সে অভিভূত ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। এক সময় বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ থাকা মাচেরানো ম্যাচশেষে বলেন,
‘মেসি আমাদের নেতা, দলের অনুপ্রেরণা। তিন দিনে একবার করে যেন নতুন রেকর্ড গড়ছে সে। ক্যারিয়ারের এই পর্যায়েও এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও পেশাদার পারফরম্যান্স দেখানো এক কথায় অবিশ্বাস্য। তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য পরম সৌভাগ্যের।’
টানা পাঁচ ম্যাচে ডাবল গোল করা মেসির জন্য নতুন কিছু নয়। ২০১২ সালের নভেম্বর-ডিসেম্বরে লা লিগায় মায়োর্কা, জারাগোজা, লেভান্তে, অ্যাথলেটিক বিলবাও, বেতিস ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন। তখন প্রতিটি ম্যাচেই জয় পায় বার্সেলোনা। সে মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে করেছিলেন ৬০ গোল।
এখনো থেমে নেই মেসির রেকর্ড ভাঙার দৌড়। বুধবার (বাংলাদেশ সময়) ইন্টার মায়ামি মুখোমুখি হবে সিনসিনাটির। ওই ম্যাচেও যদি তিনি দুটি গোল করতে পারেন, তাহলে বার্সেলোনায় করা নিজের পুরনো রেকর্ডই ছুঁয়ে ফেলবেন আবার।
এদিন ন্যাশভিলের বিপক্ষে মেসি ফ্রি-কিক থেকে করেছেন গোল—এ নিয়ে তাঁর ক্যারিয়ারে ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়াল ৬৯টিতে। এই ক্ষেত্রে বিশ্ব রেকর্ডধারী হলেন ব্রাজিলিয়ান সাবেক মিডফিল্ডার মার্সেলিনিও কারিওকা, যাঁর গোল সংখ্যা ৭৮। অর্থাৎ আরও ১০ গোল করলেই এই রেকর্ডটিও নিজের করে নেবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।