‘জুলাই শহিদ দিবসে’ সরকারি ছুটি থাকবে কি?

এ বছর থেকে ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা এক পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, জাতীয় গুরুত্বসম্পন্ন হলেও তা সীমিত পরিসরে উদ্যাপনযোগ্য। এসব দিবসে কর্মস্থলে উপস্থিত থেকে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা সভা বা অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়ে থাকে। সমাবেশ বা শোভাযাত্রার মতো বড় পরিসরের আয়োজন হয় না।
এদিকে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ফলে অনেকের মনে প্রশ্ন জাগলেও ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকছে না—সেই স্পষ্টতা দিয়েছে সরকার।